ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চোরাচালান-মানবপাচারে জড়িতদের ছাড় নয় :  সচিব নাসিমুল গনি

আকস্মিক রামু থানার কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ
চোরাচালান-মানবপাচারে জড়িতদের ছাড় নয় :  সচিব নাসিমুল গনি

চোরাচালান ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা সকল বিষয়ের উপর সব কিছুর নোট নিচ্ছি। কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় কক্সবাজারের রামু থানা আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব আরও বলেন, রামুতে ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হয়েছে। মানবপাচার একটি জাতীয় সমস্যা। এটি দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “আমরা চাই আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করুক। সরকার এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার মো.সাইফউদ্দীন শাহীন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইমন কান্তি চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি আকস্মিক রামু থানা পরিদর্শন করেন। থানায় উপস্থিত ভুক্তভোগী সাথে কথা বলেন এবং থানার সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

সচিব নাসিমুল গনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত